Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নরসিংদী জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 নরসিংদী জেলা কারাগার

আদালত হতে আগত বন্দিদের প্রসঙ্গে

(ক) প্রত্যেক দিন আদালত হতে আগত বন্দিদের শ্রেণীবিন্যাস করতঃ যথাযথ আবাসনের ব্যবস্থা করা হয়।

(খ) অসুস্থ বন্দিদের তাৎক্ষণিক যথাযথ চিকিৎসা প্রদানের নিমিত্তে কারা হাসপাতালে ভর্তি করা হয়।

(গ) নির্ধারিত তারিখে বিচারাধীন বন্দিদেরকে সংশ্লিষ্ট আদালতে হাজিরা নিশ্চিত করা হয়।

(ঘ) কোন বন্দির হাজিরার তারিখ নিশ্চিত না থাকলে আদালতের সাথে যোগাযোগ করতঃ হাজিরার তারিখ সংগ্রহ করে আদালতে হাজিরার ব্যবস্থা করা হয়।

(ঙ) নবাগত বন্দিদের আদালত হতে আসার সময় তাদের সাথে রক্ষিত টাকা পয়সা ও অন্যান্য মূল্যবান দ্রব্যাদি হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়।

(চ) অসহায়, অসচ্ছল বন্দিদের ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে সরকারী কৌশলী নিয়োগের মাধ্যমে যথাযথ আইনগত সহায়তা প্রদান করা হয়্

(ছ) দন্ডপ্রাপ্ত বন্দিদের উচ্চ আদালতের আপিল দায়েরের ব্যবস্থা করা হয়।


বন্দিদের সহিত আচরণ প্রসঙ্গে

(ক) কারাগারে আটক বন্দিদের সাথে মানবিক দয়াশীল আচরণ করা হয়।

(খ) কারাগারে আটক বন্দিকে অপরাধ ছাড়া কোন প্রকার শাস্তি প্রদান করা হয় না।

(গ) কারা বিধি অনুসারে প্রত্যেক বন্দির খাবার, আবাসন, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়।


বন্দিদের সাথে দেখা-সাক্ষাৎ সংক্রান্ত 

(ক) আত্মীয়-স্বজন হাজতী বন্দিদের সাথে ১৫ (পনের)  দিন অন্তর একবার দেখা করতে পারে।

(খ) কয়েদি বন্দির সাথে মাসে একবার দেখা করা যাবে।

(গ) ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দিদের সাখে দেখা করতে হলে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট/ সংশ্লিষ্ট আদালতের অনুমতির প্রয়োজন হয়।

(ঘ) দেখা-সাক্ষাৎ সর্বোচ্চ ৩০ (ত্রিশ) মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং 0৫ (পাচঁ) জেন একসাথে একজন বন্দির সাথে দেখা করতে পারবে।

(ঙ) বন্দিদের সাথে দেখা করার জন্য কোন টাকা পয়সা লেনদেন নিষিদ্ধ। কাহাকেও টাকা দিবেন না, কেউ টাকা দাবি করলে জেলার/জেল সুপারকে তাৎক্ষণিক অবহিত করুন।

(চ) মোবাইল বা অন্য কোন নিষিদ্ধ দ্রব্য নিয়ে সাক্ষাৎ কক্ষে প্রবেশ করা যাবে না।

(ছ) বন্দিদের সাথে দেখা করার জন্য জেল সুপার বরাবর আবেদন করতে হবে। যারা আবেদনপত্র লিখতে সক্ষম নন, তারা রিজার্ভ এ কর্তব্যরত কারারক্ষির নিকট রক্ষিত স্লিপের মাধম্যে দেখা করার সুযোগ পাবেন

(ঝ) কারাগারে আটক বন্দিদের সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন।

(ঞ) সাক্ষাৎ প্রার্থীদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করার জন্য বাহির কারা ক্যান্টিন চালু আছে। আগত সাক্ষাৎ প্রার্থীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে বন্দিদের সরবরাহ করতে পারবেন।

জামিনে মুক্তি প্রসঙ্গে

(ক) আদালত হতে মুক্তি / জামিন আদেশে মুক্তিযোগ্য বন্দিদের তালিকা প্রধান ফটকের সামনে ঝুলিয়ে দেওয়া হয় যাতে করে বাহিরে অপেক্ষমান আত্মীয় স্বজন সহজে বন্দির মুক্তির বিষয়টি জানতে পারে।

(খ) যে সব বন্দির মুক্তি/ জামিন আদেশে ভুল পরিলক্ষিত হয় তাদের নামের তালিকাও দেয়া হয়, যাতে করে বন্দির আত্মীয় স্বজনকে বিড়ম্বনায় পরতে না হয়।


পিসির টাকা জমাদান পদ্ধতি 


(ক) কারাগারে আটক বন্দিদের ব্যক্তিগত তহবিলে (পি সি) অর্থ জমা রাখার সুযোগ রয়েছে।

(খ) কেহ কারাগারে আটক বন্দিদের পিসিতে টাকা জমা রাখতে চাইলে ডাকযোগে মানি অর্ডার, বিকাশ, নগদ এর মাধ্যমে জমা করতে পারবেন।

(গ) ব্যক্তিগত  ভাবেও বন্দির আত্মীয়-স্বজন পিসিতে টাকা জমা দিতে পারবেন।

(ঘ) রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষি/সর্বপ্রধান কারারক্ষির সহযোগিতায় পিসির টাকা জমা দেয়া যাবে। টাকা জমা দানের ব্যাপারে কোন প্রকার বাড়তি ফি প্রদান করতে হবে না।


ওকালতনামা স্বাক্ষর


(ক) ওকালতনামা স্বাক্ষরের ব্যাপারে অবৈধ অর্থ লেনদেন রোধের জন্য প্রধান ফটকের সামনে ওকালতনামা দাখিলের জন্য বাক্স রাখা হয়েছে।

(খ) নির্থারিত সময় অন্তর অন্তর বাক্স খুলে ওকালতনামা স্বাক্ষরান্তে বন্দির কৌশলী/আত্মীয়ের নিকট হস্থান্তর করা হয়।

(গ) ওকালতনামায় বন্দির স্বাক্ষরের জন্য কোন প্রকার অর্থের প্রয়োজন হয় না। যদি কেহ এ ব্যাপারে কোন অর্থ চায়/দাবি করে তাহলে তাৎক্ষনিকভাবে বিষয়টি রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষি অথবা ডেপুটি জেলার/ জেলার এর সাথে যোগাযোগ করুন।


চিকিৎসা ব্যবস্থা

(ক) কারাগারে হাসপাতাল বিদ্যমান আছে। অসুস্থ বন্দিদেরকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। বন্দিদের উন্নত চিকিৎসার প্রয়োজনে জেলা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়ে থাকে । জেলা হাসপাতালের সুপারিশে অধিকতর উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়ে থাকে।

(খ) কারাভ্যন্তরে মাদক সেবীদেরকে সাধারণ বন্দিদের থেকে আলাদা করে পৃথক আবাসনের মাধ্যমে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়।


মোবাইল ফোন সুবিধা

(ক) প্রত্যেক বন্দি সপ্তাহে 0১ (এক) দিন তার মা-বাবা, ভাই-বোন, স্ত্রী সন্তানের সাথে মোবাইলে কথা বলতে পারে।

বন্দিদের কল্যাণমূলক/সংশোধন কার্যক্রম প্রসঙ্গে।

(ক) কারাগারে আটক নিরক্ষর বন্দিদেরকে প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য শিক্ষা কার্যক্রম চালু আছে। প্রত্যক নিরক্ষর বন্দিকে বাধ্যতামূলকভাবে এই শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কারাগার হতে মুক্তির পর স্বাভাবিক জীবনে ফিরে সুস্থ সমাজ গড়তে কিভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে এ ব্যপারেও বন্দিদের মধ্যে কাউন্সিলিং করা হয়।

(খ)কারাগারে আটক বন্দিদের শৃঙ্খলা রজায় রাখার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়ে থাকে।

(গ) বন্দিদের দরবার ব্যবস্থা নিশ্চিত পূর্বক বন্দিদের সমস্যাগুলি মনোযোগ সহকারে শ্রবন করা হয় এবং সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

(ঘ) বন্দিদের চিত্তবিনোদনের জন্য কারাভ্যন্তরে টিভি, রেডিও, ক্যারাম ও লুডু ইত্যাদির ব্যবস্থা রয়েছে।

(ঙ) সাজাপ্রাপ্ত বন্দিদের দেখা-সাক্ষাতের সু্বিধার্থে আবেদনের প্রেক্ষিতে নিজ জেলায় বা নিকটস্থ কারাগারে বদলী নিশ্চিত করা হয়।

প্রশিক্ষণ/ গণশিক্ষা

(ক) কারাগারে সীমিত পরিসরে দর্জি ও ইলেকট্টিক প্রশিক্ষণ ও সংগীত শিক্ষার ব্যবস্থা রয়েছে।

(খ) নিরক্ষর বন্দিদের অক্ষর জ্ঞান এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে।

(গ) প্রতিদিন ধর্মীয় নৈতিকতা ও প্রেষণামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষাদান করা হয়।


লাইব্রেরী সুবিধা 

(ক) সকল প্রকার বন্দিরা সকাল ১0.00 ঘটিকা হতে বিকাল 0৪.00 ঘটিকা পর্যন্ত লাইব্রেরীতে বিভিন্ন প্রকার বই পড়ার সুবিধা পেয়ে থাকেন।

(খ) চাহিদা অনুযায়ী স্বল্প সময়ের জন্য বই ইস্যু করে নিজ নিজ ওয়ার্ডে নেয়ার সুযোগ আছে।



বন্দিদের প্রত্যাহিক খাবার প্রসঙ্গে

 

১। প্রত্যেক বন্দিকে প্রাপ্যতানুযায়ী সুষম খাবার দেয়া হয়।

নাস্তা  সপ্তাহে ০৪ (চার) দিন রুটি সবজি।

                  সপ্তাহে ০১ (এক) দিন সুজির হালুয়া রুটি।

                  সপ্তাহে ০২ (দুই) দিন খিচুড়ী।

দুপুর  সবজি, ডাল, ভাত।

রাত্রিঃ মাছ/ মাংস, সবজি, ডাল, ভাত।


আপনার যে কোন পরামর্শ ও অভিযোগ নিম্নে-বর্ণিত নাম্বর অবহিত করতে পারেন-

কারা উপ-মহাপরিদর্শক, ঢাকা বিভাগ, ঢাকা- 01769-970100

জেল সুপার, নরসিংদী জেলা কারাগার            01769-970190

জেলার, নরসিংদী জেলা কারাগার                   01769-970191

ভিডিও গ্যালারী

ভিডিও গ্যালারী